আধুনিক ভাষা ইনস্টিটিটের অধীনে বিভিন্ন বিদেশি ভাষায় স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট admission.eis.du.ac.bd এ প্রকাশ করা হয়েছে। এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আধুনিক ভাষা ইনস্টিটিউটে নিম্নের চারটি বিদেশি ভাষায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শিক্ষা শিক্ষা লাভ ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে:
১) চীনা ভাষা ও সংস্কৃতি
২) জাপানি ভাষা ও সংস্কৃতি
৩) ফরাসি ভাষা ও সংস্কৃতি
৪) English for the Speaker's of Other Languages (ESOL)
আধুনিক ভাষা ইনস্টিটিউটে নিম্নের চারটি বিষয়ে স্নাতক শিক্ষা কার্যক্রমে নিচের বিষয়গুলোর পঠন-পাঠন ও গবেষণা হয়ে থাকে:
ক) বিশ্বায়ন, বিশ্বব্যবস্থা ও আন্তঃসংস্কৃতিক বিনিময় সম্পর্কিত কোর্স - ১৬ ক্রেডিট
খ) বিদেশি ভাষা (চীনা/জাপানি/ফরাসি/ESOL) কোর্স-৫৬ ক্রেডিট
গ) ইতিহাস: রাজনৈতিক ইতিহাস ভাষিক ইতিহাস ও সাহিত্যের ইতিহাস -১২ ক্রেডিট
ঘ) ভাষা বিজ্ঞান: ভাষা বিজ্ঞান পরিচিতি ও ধ্বনিবিদ্যা; রূপমূলবিদ্যা, বাক্যবিন্যাস বিদ্যা এবং ভাষা শিখন ও আয়ত্বকরণ বিদ্যা- ১৬ ক্রেডিট
ঙ) সাহিত্য: উপন্যাস, নাটক, ছোটগল্প
চ) সমাজ ও সভ্যতা
ছ) অনুবাদ ও বাগানুবাদ তত্ত্ব ও অনুশীলন
জ) গবেষণা/শিক্ষাদান পদ্ধতি
খ ও ঘ ইউনিটের মাধ্যমে আবেদন করে ভর্তি হওয়ার ব্যবস্থা রয়েছে। এই বিভাগগুলোর শিক্ষার্থীদের বিদেশিদের সাথে নানা রকম সামাজিক ও সাংস্কৃতিক মিথোষ্ক্রিয়ার সুযোগ রয়েছে। তাদের বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুবিধার্থে উল্লখযোগ্য সংখ্যক বৃত্তির ব্যবস্থা রয়েছে। আগামী বছরগুলোতে আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরো কয়েকটি বিদেশি ভাষা ও সংস্কৃতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু করতে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ: director_iml_office@yahoo.com