এমএসএস ইন প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ ৩য় ব্যাচ, শিক্ষাবর্ষ: ২০১৮-২০১৯, ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল
প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
এমএসএস ইন প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ
৩য় ব্যাচ, শিক্ষাবর্ষ: ২০১৮-২০১৯
ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল
তারিখ: ২২/০৫/২০১৯
প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) ৩য় ব্যাচের ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা (মেধাক্রম অনুসারে) ভর্তি কমিটির অনুমোদনক্রমে প্রকাশিত হলো।
রোল নং শিক্ষার্থীর নাম মেধাক্রম
০০৬ খাদিজা-তুল-সাঈদা ১
০০৯ মো. জাহাঙ্গীর আলম * ২
০১৩ ফারহানা আফরিন ৩
০০২ ফারজানা আহমেদ ৪
০২১ আলমগীর কবির ৫
০১৪ মো: আফি আজাদ ৬
০১০ এ.বি.এম. জাহিদুল হক ৭
০২৩ এম. এম. তসলীম আহমেদ সজীব ৮
০২৪ মো: সুজাউর রহমান * ৯
০০৪ এনামুল হক ১০
০০১ এম. মুনতাবির তারিক * ১১
০০৮ মেহেনাজ হাসান * ১২
০১৬ মেজবাহুল আলম ১৩
০১২ বিশ্বজিৎ ভদ্র ১৪
০২২ মো: কবীর হাসান ১৫
০১৫ মুহাম্মদ আলমগীর কবীর ১৬
বি.দ্র: নামের পাশে তারকা (*) চিহ্নিত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের সমতা নিরূপণ কমিটি কর্তৃক ভর্তির যোগ্যতা যাচাই সাপেক্ষে ভর্তির অনুমতি পাবে।
(অধ্যাপক ড. সুধাংশু শেখর রায়)
চেয়ারম্যান
প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ
ঢাকা বিবিদ্যালয়
ও
সভাপতি, এমএসএস (প্রফেশনাল) ৩য় ব্যাচ ভর্তি পরীক্ষা কমিটি-২০১৯
ভর্তি নির্দেশাবলী
১. আগামী ২৬ মে ২০১৯, রবিবার থেকে ২৬ জুন ২০১৯, বুধবারের মধ্যে (সকাল ১০:০০- বিকাল ৩:০০ টা পর্যন্ত) ১ম সিমেস্টারের জন্য ২২,০০০/- টাকা (বাইশ হাজার টাকা মাত্র), বিভাগীয় হিসাব নম্বরে সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায় জমা দিতে হবে। তারপর টাকা জমা দেয়ার রশিদ বিভাগে জমা দিয়ে বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ ও প্রয়োজনীয় কাগজ সংযুক্তি (৮ নং-এ বিস্তারিত) করে ২৬ জুন ২০১৯, বুধবারের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিতে হবে।
২. ব্যাংকে টাকা জমার রশিদের শিক্ষার্থীর অংশ ফটোকপি করে আবেদনকারী নিজের কাছে রাখবেন।
৩. বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ফিস বাবদ ১৮,৬৩৫/- (আঠার হাজার ছয়শত পঁয়ত্রিশ টাকা মাত্র) জমা দেয়ার বিষয়ে ভর্তি শাখা (রেজিস্ট্রার বিল্ডিং-১২৪) থেকে জানা যাবে। উল্লেখ্য বিভাগ, হল ও রেজিস্ট্রার অফিসের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে ভর্তি শাখা (রেজিস্ট্রার বিল্ডিং-১২৪) থেকে ফিস জমা দেয়ার তারিখ জেনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফিস জমা দিতে হবে।
৪. আগামী ২৬ মে ২০১৯, রবিবার থেকে ২৬ জুন ২০১৯, বুধবার এর মধ্যে ভর্তি না হলে ভর্তির মনোনয়ন বাতিল করা হবে।
৫. ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশন লেটার ভর্তি ফরমের সাথে যুক্ত করতে হবে (শিক্ষার্থীর সর্বশেষ বিশ্ববিদ্যালয় থেকে)। যে সকল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত (ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ) কলেজের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজ থেকে মাইগ্রেশন লেটার সংগ্রহ করবে।
৬. বিদেশি এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিগ্রির সমতা নিরূপণ করে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অফিসে নির্ধারিত ফি প্রদান করে ফলাফলের সমতা যাচাই করা যাবে।
৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিভাগে ভর্তি থাকলে ভর্তি বাতিল করে সেই বাতিলপত্র জমা দিতে হবে।
৮. ফরমের সাথে সংযুক্তি: i) ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূরণকৃত ফরম, এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশের সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদ/ পৌরসভার চেয়ারম্যান/১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক অভিভাবকের বার্ষিক আয়ের সনদ -এই সনদগুলোর ২ কপি ফটোকপি বিভাগের স্টুডেন্ট এডভাইজারের নিকট মূল কপি দেখিয়ে সত্যায়িত করতে হবে।
ii) বিদেশ থেকে অথবা বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের “ডিগ্রির সমতা নিরূপণ পত্র” (ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিনের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে)।
iii) ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে “মাইগ্রেশন লেটার” (শিক্ষার্থীর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে)। এবং যে সকল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সে সকল কলেজের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজ থেকে মাইগ্রেশন লেটার সংগ্রহ করবে।
অথবা,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ক্ষেত্রে “ভর্তি বাতিলপত্র”
৯. আগামী ০৪ জুলাই, ২০১৯, বুধবার আবেদন ফরম ও আনুষঙ্গিক নথি বিভাগ থেকে সংগ্রহ করে নিজ নিজ বরাদ্দকৃত হল-এ নিজ দায়িত্বে জমা দিতে হবে এবং অন্যান্য তথ্যাদি হল থেকে জেনে নিতে হবে।
* বিশেষ দ্রষ্টব্য: সতর্কতার সাথে ফরম পূরণ করার জন্য পরামর্শ দেয়া হলো। ফরম পূরণ করতে কোনো ভুল হলে দ্বিতীয়বার ফরম নেয়ার সুযোগ নেই।
* বিভাগীয় হিসাব নম্বর ও নাম: বিভাগীয় হিসাব নম্বর- ৪৪০৫ ৭০১০২৪০৫৯
চেয়ারম্যান, প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা, সোনালী ব্যাংক, ঢাকা