মাস্টার্স ৩য় ব্যাচে সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি, সেশন ২০১৮-২০১৯
প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি
এমএসএস ইন প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ
৩য় ব্যাচ, শিক্ষাবর্ষ: ২০১৮-২০১৯
প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের অধীনে আঠার (১৮) মাস মেয়াদী প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে (৩য় ব্যাচ) ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর ৪-বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। তিন বছর মেয়াদী স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে অনার্স ও মাস্টার্স পর্যায়ে সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০০ এবং এসএসসি ও এইচএসসি পর্যায়ে ৫-এর স্কেলে জিপিএ ৩.০০ থাকতে হবে। সনাতন পদ্ধতিতে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া: প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের কার্যালয় থেকে (রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত) নির্ধারিত ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের জন্য নির্ধারিত ফি সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায় প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের হিসাব নম্বরে জমা দিতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ ০৫ মে ২০১৯ তারিখের মধ্যে বিভাগীয় কার্যালয়ে জমা দিতে হবে। শর্ত পূরণ না করলে আবেদন বিবেচনা করা হবে না। পূর্বে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে।
নির্বাচন প্রক্রিয়া: ভর্তির জন্য প্রার্থীকে ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার নম্বর ৭৫ ও মৌখিক পরীক্ষার নম্বর ২৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। এরপর ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমতা নিরূপণ কমিটির যোগ্যতা যাচাই সাপেক্ষে ভর্তির জন্য চূড়ান্ত করা হবে।
বিভাগীয় দপ্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস ভবন (স্যার এ.এফ. রহমান হলের পাশে), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন: পিএবিএক্স: ৮৮০-২-৯৬৬১৯০০-৭৩, এক্স. ৬৬৫০, মোবাইল: ০১৫৯১-১৩৪২৭৮ (অফিসকালীন), ইমেইল: printpub@du.ac.bd , ওয়েবসাইট: http://www.du.ac.bd/academic/department_item/DPUB
ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
বিভাগীয় দফ্তর থেকে পরীক্ষার তারিখ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
অধ্যাপক ড. সুধাংশু শেখর রায়
চেয়ারম্যান
প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
তারিখ: ২৩ এপ্রিল, ২০১৯
***পূর্বতন বিজ্ঞপ্তিটি ২১ মার্চ, ২০১৯ তারিখের দৈনিক ইত্তেফাক পত্রিকার ০৬ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিটি 12 এপ্রিল 2019 তারিখের The Daily Star পত্রিকার ০৬ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। http://epaper.thedailystar.net/index.php?opt=view&page=6&date=2019-04-12