জেন্ডার ফেস্ট ২০১৯

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী আয়োজন করা হয় জেন্ডার ফেস্ট ২০১৯

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী আয়োজন করা হয় জেন্ডার ফেস্ট ২০১৯আন্তর্জাতিক নারী দিবস কে কেন্দ্র করে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে গত ০৬ ও ০৭ মার্চ ২০১৯ তারিখে উদযাপিত হয় জেন্ডার ফেস্ট ২০১৯।

এবারের আন্তর্জাতিক নারী দিবস think equal, build better, innovate for change এই বার্তার মাধ্যমে আমাদের কাছে সমতা, ক্ষমতায়ন ও সমান দক্ষতা অর্জনের বার্তা পৌছে দেয়। দুইদিন ব্যাপী এই অনুষ্ঠান মালায় ছিল নানাবিধ আয়োজন, যেমন, জেন্ডার বিষয়ক বইমেলা, আলোচনা, সঙ্গীত, পোষ্টার ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী।

জেন্ডার ফেস্ট ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ডাঃ দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, সামাজিক বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, এমিরিটাস অধ্যাপক প্রফেসর নাজমা চৌধুরী, Acting Deputy Mission Director of USAID Kathlyn Bryant, মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহীন আনাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সানজীদা আখতার।