রোকেয়া স্মারক বক্তৃতা ২০১৮

 

রোকেয়া স্মারক বক্তৃতা ২০১৮

গত ১৯ নভেম্বর ২০১৮ তারিখে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে “রোকেয়া স্মারক বক্তৃতার” আয়োজন করা হয়।  অনুষ্ঠানটি সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফার আহমেদ চৌধুরী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান “রোকেয়ার এক বিস্তৃত অনুসারী” শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করেন, যে প্রবন্ধে উঠে আসে মাসুদা খাতুনের কথা। যিনি বিবাহের পরে মিসেস এম রহমান বলে পরিচিত হয়েছিলেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর বিষের বাঁশী কাব্যগ্রন্থটি তাঁকেই উৎসর্গ করেছিলেন। বেগম রোকেয়ার উৎসাহেই মিসেস এম রহমান সাহিত্য জগতে প্রবেশ করেন। এই লেখালেখির সূত্রেই কাজী নজরুল ইসলামের সঙ্গে তার যোগাযোগ ঘটে। এ ছাড়াও ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ফেরদৌস আজিমের লেখা Gender and Nation in Early Twentieth - Century Bengal : The Writings of Rokeya Sakhawat Hossain শীর্ষক একটি প্রবন্ধ পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন সামাজিক বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন, অধ্যাপক ড. সাদেকা হালিম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারপার্সন ড. সানজীদা আখতার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আসাদুজ্জামান স্মৃতি বৃত্তি, মামুনা খাতুন স্মৃতি বৃত্তি, অর্ণব স্মৃতি বৃত্তি, নীলা বৃত্তি প্রদান করা হয়। বিভাগটি আত্মপ্রকাশের পর থেকে প্রতিবছর “রোকেয়া স্মারক বক্তৃতার” আয়োজন করে থাকে এবং দেশবরেণ্য বিভিন্ন প্রবন্ধকার ও গবেষক এই অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন। রোকেয়া সাখাওয়াৎ হোসেনের জীবন ও দর্শন শিক্ষার্থী সহ সকলের মাঝে ছড়িয়ে দেয়া এবং রোকেয়া-চর্চাকে বেগবান করাই এই স্মারক বক্তৃতার উদ্দেশ্য।