`লোকচিত্রের সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার/ Seminar on `Limitations and Possibilities of Folk Painting’

 

`লোকচিত্রের সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

গত ১৬ মে ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগ চারুকলা অনুষদের লেকচার থিয়েটার হলে বেলা ২.০০ টায় `লোকচিত্রের সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠিতব্য সেমিনারে উল্লিখিত শিরোনামের প্রবন্ধটি উপস্থাপন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। উল্লেখ্য, ব্রিটিশ কাউন্সিলের ‘Inspired’ প্রজেক্টের অধীনে ঢাবি চারুকলা অনুষদের অংকন ও চিত্রায়ন এবং ভাস্কর্য বিভাগের সাথে স্লেড স্কুল অব ফাইন আর্টের শিক্ষা বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে উল্লিখিত প্রবন্ধটির শিরোনামে তিনি একটি কমশালা পরিচালনা করেছিলেন লণ্ডনের স্লেড স্কুল অব ফাইন আর্ট-এ।

সেমিনারে লোকশিল্পের এই গবেষক লোকচিত্রের প্রতিষ্ঠিত সীমাবদ্ধতাগুলোকে বর্তমান আধুনিক শিল্পচর্চার অনুষঙ্গে সম্ভাবনা হিসেবে যুক্তিসহকারে  চিহ্নিত করেন । বিশেষায়ণের যুগে কিভাবে আমাদের শিল্পচর্চায় বিচ্ছিন্নতাবোধ ক্রিয়াশীল তিনি তা সনাক্ত করেন এবং একই সঙ্গে লোকশিল্পকে যথাযথ পাঠ করার মাধ্যমে কিভাবে সমসাময়িক শিল্পের মধ্যেও ঐক্য রচনা সম্ভব সেই সম্ভাবনাগুলোকেও তুলে ধরেন।


 

Seminar on `Limitations and Possibilities of Folk Painting’

Department organized a seminar on `Limitations and Possibilities of Folk Painting’ in 16 May 2017 at Lecture Theatre Hall of Faculty of Fine Art of DU. The article of the seminar was presented by Professor Nisar Hossain, Dean, Faculty of Fine Art; DU. Nisar Hossain was a very eminent researcher in the faculty of Folk Painting in Bangladesh. In this seminar he shows the limitations of Folk and at the same time he discovers the relevance of the limitations of folk as possibilities for contemporary art concept with very valuable counter logic.

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

Note that, this concept was first appeared in a workshop at Slade School of Fine Art in London under the `Inspired’ project of British Council, which was a part of the education exchange program of DU Painting and Sculpture department with Slade School of Fine Art.