ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে আলোকচিত্র/ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আলোকচিত্র/ফটোগ্রাফ আহ্বান করা হচ্ছে। উভয় ক্যাটাগরি থেকে তিনটি ছবির জন্য শ্রেষ্ঠ পুরষ্কার এবং পাঁচটি ছবির জন্য সম্মানসূচক পুরস্কার দেয়া হবে। উভয় ক্যাটাগরি থেকে বাছাইকৃত ১০০ টি ছবি নিয়ে ১-৩ নভেম্বর, ২০২১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং একটি অ্যালবাম প্রকাশিত হবে।
ছবির বিষয়বস্তু:
ছবি জমাদানের নিয়মাবলী:
ছবির রেজ্যুলুশন দৈর্ঘ্যে সর্বোচ্চ ১৫০০ পিক্সেল এবং প্রস্থে সর্বোচ্চ ১০০০ পিক্সেল। ছবির সফ্টকপি JPEG ফরম্যাট-এ অথবা হার্ডকপি সর্বনিম্ন ৫ ইঞ্চিদ্ধ৭ ইঞ্চি সাইজ-এ প্রিন্ট করে জমা দিতে হবে। সফ্টকপির ক্ষেত্রে ছবির ফাইলের সর্বোচ্চ সাইজ ২ মেগাবাইট। ছবি নির্বাচিত হলে পরবর্তীতে হাই রেজ্যুলেশন এর RAW/JPEG/TIFF ফাইল অথবা নেগেটিভ জমা দিতে হবে।
একজন প্রতিযোগী যেকোন বিষয়ে সর্বোচ্চ ১০ টি এবং সর্বমোট সর্বোচ্চ ১৫ টি আলোকচিত্র/ফটোগ্রাফ জমা দিতে পারবেন। প্রতিটি ছবিতে ক্যাপশন থাকা বাধ্যতামূলক এবং প্রযোজ্য ক্ষেত্রে ছবির বিবরণ আবশ্যক।
সনাক্তকরণের সুবিধার্থে প্রত্যেক ছবির সফ্টকপি অংশগ্রহণকারীর নাম, ফোন নাম্বার ও ক্যাপশন দিয়ে রিনেইম করে জমা দিতে হবে। যেমন: Ashraf_017XXXXXXXX_Caption। এছাড়া আলাদাভাবে অংশগ্রহণকারীর ক্যাটাগরি (বর্তমান/সাবেক শিক্ষার্থী), নাম, শিক্ষাবর্ষ, বিভাগ/ইন্সটিটিউট ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। ছবির হার্ডকপি প্রেরণের সময় খামের উপর অবশ্যই “ঢাকা বিশ্ববিদ্যালয়: শতবর্ষের আলোকচিত্র প্রতিযোগিতা” কথাটি এবং ক্যাটাগরি উল্লেখ করতে হবে।
ছবি জমা দেবার শেষ তারিখ:
০৮ সেপ্টেম্বর, ২০২১ (বাংলাদেশ সময় বিকেল ৫ টা)।
ছবি পাঠানোর ঠিকানা:
ইমেইল: du100photography@du.ac.bd অথবা জনসংযোগ দফতর, কক্ষ নং-২০৯, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
উল্লেখ্য, নির্বাচিত আলোকচিত্র/ফটোগ্রাফ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোন প্রকাশনা বা প্রদর্শনীতে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে আলোকচিত্রীর নাম উল্লেখ থাকবে। সকল ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি11/08/2021 Read more... |
ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত11/08/2021 Read more... |
ঢাবি’র শতবর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতার জন্য আলোকচিত্র/ফটোগ্রাফ আহ্বান10/08/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে Theme Song, রচনা, কবিতা ও আলোকচিত্র/ফটোগ্রাফ আহ্বান10/08/2021 Read more... |
এমিরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ08/08/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদ্যাপন08/08/2021 Read more... |
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে ঢাবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি07/08/2021 Read more... |