জাতীয় সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ৩০ জুলাই ২০২১ শুক্রবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক মো. আলী আশরাফ ছিলেন একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ, বিদগ্ধ সাংসদ ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা। তিনি ছিলেন শিষ্টাচার বোধসম্পন্ন বিনম্র চরিত্রের নিরহংকার মানুষ। তাঁর মৃত্যুতে সমাজ ও রাজনীতিতে শূন্যতা অনুভূত হবে। দেশ ও সমাজ উন্নয়নে অনন্য অবদানের জন্য আদর্শবান এই রাজনীতিক স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক মো. আলী আশরাফ আজ ৩০ জুলাই ২০২১ শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি11/08/2021 Read more... |
ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত11/08/2021 Read more... |
ঢাবি’র শতবর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতার জন্য আলোকচিত্র/ফটোগ্রাফ আহ্বান10/08/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে Theme Song, রচনা, কবিতা ও আলোকচিত্র/ফটোগ্রাফ আহ্বান10/08/2021 Read more... |
এমিরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ08/08/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদ্যাপন08/08/2021 Read more... |
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে ঢাবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি07/08/2021 Read more... |