ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে Fair Group এর পক্ষ থেকে ৬ লাখ টাকা এবং Royal Tulip Sea Pearl Beach Resort & Spa এর পক্ষ থেকে ১০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
আজ ১৪ জুলাই, ২০২১ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর কাছে Fair Group-এর ডিরেক্টর এন্ড সিইও জনাব মুতাসিম দাইয়ান এবং Royal Tulip Sea Pearl Beach Resort & Spa-এর ম্যানেজিং ডিরেক্টর মো. আমিনুল হক শামিম পৃথকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আর্থিক অসচ্ছ¡ল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে অনুদান দেওয়ার জন্য দাতা প্রতিষ্ঠান এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই অনুদানের মাধ্যমে বৃত্তি পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।
উল্লেখ্য, Royal Tulip Sea Pearl Beach Resort & Spa-এর প্রদান করা অনুদান থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে এবং Fair Group-এর অনুদান থেকে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ২৫ জন ছাত্রীকে প্রতি মাসে ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যাপশন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে আজ ১৪ জুলাই, ২০২১ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর কাছে Fair Group এর পক্ষ থেকে ডিরেক্টর এন্ড সিইও জনাব মুতাসিম দাইয়ান ৬ লাখ টাকা এবং Royal Tulip Sea Pearl Beach Resort & Spa-এর পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর মো. আমিনুল হক শামিম ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি11/08/2021 Read more... |
ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত11/08/2021 Read more... |
ঢাবি’র শতবর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতার জন্য আলোকচিত্র/ফটোগ্রাফ আহ্বান10/08/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে Theme Song, রচনা, কবিতা ও আলোকচিত্র/ফটোগ্রাফ আহ্বান10/08/2021 Read more... |
এমিরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ08/08/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদ্যাপন08/08/2021 Read more... |
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে ঢাবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি07/08/2021 Read more... |