এম. এস. (২০১৯-২০২০) ভর্তি বিজ্ঞপ্তি

২০১৯-২০২০ সেশনে এম.এস. শ্রেণীতে ভর্তি, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 


২০১৯-২০২০ সেশনে মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশবিদ্যালয়,  নিম্নবর্ণিত ০৩ টি স্ট্রীমে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনপত্র আহবান করছে।
ক. এম এস ইন সাইকোলজী (০১ বছর মেয়াদী)
খ. এম এস ইন স্কুল সাইকোলজী (০১ বছর ০৬ মাস মেয়াদী)।
গ. এম এস ইন ইন্ডাস্ট্রিয়াল ও অরগানাইজেশনাল সাইকোলজী (০১ বছর মেয়াদী ০৬ মাস মেয়াদী)।

আবেদনের যোগ্যতাঃ
সাইকোলজী স্ট্রীমে শুধুমাত্র মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান পরীক্ষা সম্পন্নকারী / উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
স্কুল সাইকোলজী এবং ইন্ডাস্ট্রিয়াল ও অরগানাইজেশনাল সাইকোলজীতে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিভাগ থেকে ০৪ বছর মেয়াদী স্নাতক সম্মান সম্পন্নকারী / উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।


স্কুল সাইকোলজী ও ইন্ডাস্ট্রিয়াল ও অরগানাইজেশনাল সাইকোলজীতে আবেদনের জন্য সকল পরীক্ষায় ৪.০০ মাত্রার স্কেলে সিজিপিএ ৩.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে সিজিপিএ ৩.৫০ পেতে হবে। 
ইতোপূর্বে যে সকল অভ্যন্তরীণ শিক্ষার্থী ২০১৯-২০২০ সেশনে ভর্তির জন্য সরাসরি আবেদন করেছেন তাদেরকেও নতুন ভাবে অনলাইনে বা সরাসরি আবেদন করতে হবে এবং তারা যেকোন স্ট্রীমে আবেদন করতে পারবেন। তবে তাদেরকে আবেদনপত্রের ফি পুনরায় জমা দিতে হবে না। 


আবেদনপত্রের ফি প্রতিটি ১০০০/- (এক হাজার) টাকা। আবেদনপত্রের ফি জনতা ব্যাংক লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নির্ধারিত একাউন্টে জমা দিতে হবে। 
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ১৯/১১/২০২০ইং তারিখের মধ্যে নিবর্ণিত ই-মেইল ঠিকানায় প্রেরণ করতে হবে অথবা মনোবিজ্ঞান বিভাগের এসে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হাতে হাতে জমা দিতে হবে।

আবেদনপত্র বিভাগীয় ওয়েব পেইজ https://www.du.ac.bd/academic/department_item/PSY থেকে সংগ্রহ করা যাবে। 


ই-মেইল ঠিকানাঃ-
এম এস ইন সাইকোলজীঃ admissionmspsychology@gmail.com
 এম এস ইন স্কুল সাইকোলজীঃ    schoolpsychologydu@gmail.com
এম এস ইন ইন্ডাস্ট্রিয়াল ও অরগানাইজেশনাল সাইকোলজীঃ duiopsycho@gmail.com

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য নিম্নোক্ত ব্যক্তির সাথে যোগযোগ করুন।
মোঃ সফিউল্ল্যাহ, এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মনোবিজ্ঞান বিভাগ, ফোনঃ ০১৭১১-১১৬০৩৪।

প্রয়োজনে স্ট্রীম অনুযায়ী নিম্নবর্ণিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা যাবে।
এম এস ইন সাইকোলজীঃ মোঃ মাসুদ করিম, ফোনঃ   ০১৯৬৩-২৭৯৬২৬
 এম এস ইন স্কুল সাইকোলজীঃ মোঃ মায়মুন হাসান, ফোনঃ ০১৫৭২-০৮২৯৩৬
 এম এস ইন ইন্ডাস্ট্রিয়াল ও অরগানাইজেশনাল সাইকোলজীঃ মোঃ কামরুজ্জামান, ফোনঃ ০১৭২২-৯৫৪৮৬১ 

 
 (ড. মাহফুজা খানম)
অধ্যাপক ও চেয়ারম্যান, মনোবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।