আন্তর্জাতিক প্রকাশনা অনুদান (International Publication Grant) প্রদান সংক্রান্ত শর্তাবলি
- ইমপ্যাক্ট ফ্যাক্টর (Impact Factor) সংবলিত জার্নালে মৌলিক ও প্রায়োগিক গবেষণা-প্রবন্ধ প্রকাশনার জন্য গবেষককে Publication Fee/Open Access Fee বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হবে। এ আর্থিক অনুদান ‘আন্তর্জাতিক প্রকাশনা অনুদান’ (International Publication Grant) নামে অভিহিত হবে। SCImago Journal (https://www.scimagojr.com/) অথবা Web of Science (https://mjl.clarivate.com/home) ওয়েবসাইট-এ সংশ্লিষ্ট জার্নালের নাম উল্লেখ থাকতে হবে।
- ১। প্রকাশনা সংস্থা কর্তৃক পাণ্ডুলিপি (Manuscript) গৃহীত হলে Publication Fee/Open Access Fee-র জন্য শুধু First Author/Corresponding Author আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে এবং উক্ত প্রবন্ধের লেখকবৃন্দের ন্যূনতম ৫০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। তবে লেখকবৃন্দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক/শিক্ষার্থী থাকলে এ শর্ত শিথিলযোগ্য।
- ২।
ক) বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ এবং বিজ্ঞানভিত্তিক ইনস্টিটিউটসমূহের ক্ষেত্রে জার্নালের ন্যূনতম Impact Factor ২.০ হতে হবে।
খ) কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, চারুকলা অনুষদ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটসমূহের ক্ষেত্রে জার্নালের ন্যূনতম Impact Factor ১.০ হতে হবে।
গ) Language editing Charge/Fee-র ক্ষেত্রে কোনো আর্থিক সহায়তা প্রদান করা হবে না।
- ৩। First Author/Corresponding Author বছরে একবার এই আর্থিক অনুদান পাবেন। তবে গ্র্যান্ট প্রাপ্ত প্রকাশনার Impact Factor ২(ক)-এর ক্ষেত্রে ৩.০ বা তদুর্ধ্ব এবং ২(খ)-এর ক্ষেত্রে ২.০ বা তদুর্ধ্ব হলে বছরে এই অনুদান সর্বোচ্চ দুইবার দেওয়া যেতে পারে।
- ৪। প্রবন্ধ প্রকাশনার প্রকৃত ফি (Actual Fee) বা সর্বোচ্চ ২০০০ (দুই হাজার) মার্কিন ডলার প্রকাশনা অনুদান দেওয়া হবে। প্রকাশনার জন্য জার্নাল/প্রকাশনা সংস্থা কর্তৃপক্ষ হতে Publication Fee/Open Access Fee প্রদানের ক্ষেত্রে ছাড় (Waiver) পাওয়া গেলে এই আর্থিক অনুদান প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
- ৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তর সরাসরি জার্নাল প্রকাশনা সংস্থাকে অনুমোদিত আর্থিক প্রকাশনা অনুদান অর্থ প্রেরণ করবে।
- ৬। প্রকাশনা অনুদান (Publication Grant) প্রাপ্তির জন্য বিশ্ববিদ্যাবিদ্যালয়ের অনুমোদিত আবেদনপত্রের সাথে জার্নাল প্রকাশক কর্তৃক প্রেরিত Publication Fee/Open Access Fee সংক্রান্ত তথ্যাদি রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। আবেদনের ফরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।
- ৭। প্রবন্ধে লেখক/লেখকদের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা (Institutional Affiliation) এবং কৃতজ্ঞতা স্বীকারের ক্ষেত্রে (Acknowledgement) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ থাকতে হবে।
- ৮।প্রকাশিত গবেষণা প্রবন্ধটি (Published Article) ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সংশ্লিষ্ট গবেষকবৃন্দ তাঁদের অনলাইন প্রোফাইলে অন্তর্ভুক্ত করবেন।
- আবেদন ফরম