https://ssl.du.ac.bd লিংকে গিয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোফাইলে লগইন করুন। প্রোফাইল না থাকলে সম্মানিত শিক্ষকগণ (বিভাগ/ইনস্টিটিউটের) লোকাল অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন এবং কর্মকর্তাগণ সাইন আপ করুন । লগইন করার পরে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ-১: প্রোফাইলে লগইন করার পর বামপাশের মেন্যু থেকে Email Request মেন্যুতে ক্লিক করে ইমেইল ফরমটি পূরণ করুন এবং Save বাটনে ক্লিক করুন।
ধাপ-২: আপনার প্রদত্ত তথ্য সঠিক থাকলে আপনার আবেদনটি Request Submit বাটনে ক্লিক করুন। কোন তথ্য পরিবর্তন করতে চাইলে Update বাটনে ক্লিক করে তথ্য পরিবর্তন করতে পারবেন।
ধাপ-৩: আবেদনটি সাবমিট করার পর PDF Download বাটনে ক্লিক করে PDF ফরমটি ডাউনলোড করুন। ফরমটিতে প্রয়োজনীয় স্বাক্ষর ও সীল দিয়ে আইসিটি সেলে প্রেরণ করুন। (তথ্য সঠিক না থাকলে Cancel Request বাটনে ক্লিক করে আবেদনটি বাতিল করার পর পুনরায় আবেদন করতে হবে)
ধাপ-৪: আইসিটি সেলে ফরম পৌঁছানোর নূন্যতম দুই কর্মদিবসের মধ্যে আপনার নতুন ইমেইল আইডি ও সাময়িক পাসওয়ার্ড সম্বলিত একটি ইমেইল, ফরমে প্রদত্ত আপনার Personal Email ঠিকানায় পাঠানো হবে। ইমেইলে থাকা Sign In বাটনে ক্লিক করে প্রদত্ত ইমেইল আইডি এবং সাময়িক পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার মাধ্যমে আপনার নতুন ইমেইল একাউন্টটি এক্টিভেট করতে হবে।
প্রথমবার লগ ইন করার সময় আপনাকে বাধ্যতামূলকভাবে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে।