Department Name : Department of Urdu

Department of Urdu (1921)

The Department of Urdu (Previous name Persian & Urdu) was established on 1st July 1921. It became a separate department on 10 March 2007. This Department offers four years B.A (Hon’s), one year M.A Program along with two years M.Phil & Ph.D program. Professor W.H.A. Shadani of this department was elected as a Dean for four times. At present nine full time and six part time faculty members are teaching in the department. Among the full time faculty members there are four Professors, two Associate Professors & three Assistant Professors. The students of this department actively participate in extra curricular activities including literary competition, cultural functions in different occasions and in sports like football, cricket, basketball etc. The department has a computer Lab. It also organizes annual picnic for all students, teachers and staff members and a study tour for the final year students. The department publishes an annual Journal named `The Dhaka University Journal of Urdu’.

উর্দু বিভাগ (১৯২১)

উর্দু বিভাগ (পূর্ব নাম ফার্সী ও উর্দু) ১লা জুলাই ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। ১০ই মার্চ ২০০৭ সালে এটি স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। এ বিভাগে ৪ বছর মেয়াদী বি.এ (অনার্স),  এম.এ, এম.ফিল এবং পিএইচ.ডি কোর্স চালু রয়েছে। এ বিভাগের শিক্ষক প্রফেসর ড. আন্দালীব শাদানী ৪ বার কলা অনুষদের ডিন নির্বাচিত হন। বিভাগে বর্তমানে ৯ জন পূর্ণকালীন ও ৬ জন খ-কালীন শিক্ষক শিক্ষাদান করছেন। পূর্ণকালীন শিক্ষকদের মধ্যে রয়েছেন ৪ জন অধ্যাপক, ২ জন সহযোগী অধ্যাপক ও ৩ জন সহকারী অধ্যাপক। বিভাগের ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি সাহিত্য বিষয়ক প্রতিযোগীতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলাধুলা যেমন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল ইত্যাদি খেলায় সক্রিয় অংশগ্রহণ করে। বিভাগে একটি কম্পিউটার ল্যাব রয়েছে। বিভাগ সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বার্ষিক বনভোজন এবং শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষাসফরের আয়োজন করে। “ঢাকা ইউনিভার্সিটি জার্নাল অফ উর্দু” নামে একটি বার্ষিক জার্নালও বিভাগ প্রকাশ করে।

১.    জাতীয় ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভাগ/ ইন:/শিক্ষক/ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান: প্রযোজ্য নয়।
২.    বিভাগ/ইন:/শিক্ষক/ শিক্ষার্থীদের জাতীয়/আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ অর্জন/স্বীকৃতি/পদকপ্রাপ্তি: নিম্নে দ্রষ্টব্য।
ক) উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ গবেষণাকর্মের উপর বিচারপতি ‘ইব্রাহিম স্মারক স্বর্ণপক’ লাভ করেন ৬ জুন ১৯৯১ ও সাহিত্য গবেষণায় অনন্য অবদান রাখায় ১৯৯৪ সনে তিনি ‘দেওয়ান আব্দুল হামিদ’ সাহিত্য পুরষ্কার লাভ করেন।
খ) সহকারী অধ্যাপক জনাব মো. গোলাম মাওলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐত্যিহাসিক ৭ই মার্চের ভাষণ ও তাঁর জীবন-পরিচয় বিশ্বের ১২টি ভাষায় `Poet of Polities' শীর্ষক গ্রন্থ অনুবাদ সংকলনের জন্য ১৮ মে ২০১৮ সনে UNESCO কর্তৃক `An Inseparable History of Bangladesh’ এর স্বীকৃতি লাভ করেন।
গ) স্নাতক সম্মান পরীক্ষার ফলাফলের উপর প্রধানমন্ত্রী স্বর্ণ পদক- ২০১২: মো: মাসুম শেখ
ঘ) স্নাতক সম্মান পরীক্ষার ফলাফলের উপর প্রধানমন্ত্রী স্বর্ণ পদক- ২০১৮: ফারহানা ইয়াসমিন
৩.    প্রাক্তন শিক্ষক/শিক্ষার্থীদের দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন: প্রযোজ্য নয়।
৪.    বিভাগ কর্তৃক অর্জিত কোন পেটেন্ট/আবিষ্কার: প্রযোজ্য নয়।
৫.    আন্তর্জাতিক খ্যাতিমান কোন প্রতিষ্ঠানের সাথে গড়ট অ্যাক্রেডিটেশন: প্রযোজ্য নয়।
৬.    দুর্লভ ছবি: সংগ্রহ নেই।
৭.    প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া/ সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জনকারী ব্যক্তিত্ব: প্রযোজ্য নয়।
৮.    প্রাক্তন শিক্ষক/ শিক্ষার্থীদের মধ্যে ভাষাসংগ্রামী/বীর মুক্তিযোদ্ধা: প্রযোজ্য নয়।
৯.    প্রাক্তন শিক্ষক/ শিক্ষার্থীদের মধ্যে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী/ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা: প্রযোজ্য নয়।
১০.    জাতিসত্তা বিনির্মাণে আপনার প্রতিষ্ঠানের অবদান-মানবিক, অবকাঠামোগত, প্রশিক্ষণ ইত্যাদি: প্রযোজ্য নয়।উর্দু বিভাগ (১৯২১)