Academic Calendar of Department of Ceramics

মৃৎশিল্প বিভাগ (১৯৬২)

প্রতিষ্ঠাতা: মীর মোস্তফা আলী (জন্ম ১ জানুয়ারি ১৯৩২; কোলকাতা, ভারত)

শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে ১৯৬১ সালে শিল্পী মীর মোস্তফা আলী মৃৎশিল্প বিভাগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে এই বিভাগটিতে ৫ (পাঁচ) জন ছাত্র নিয়ে ক্লাস শুরু হয়। মীর মোস্তফা আলী ছিলেন গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউটের তৃতীয় ব্যাচের ছাত্র। তিনি ব্যবহারিক চিত্রকলা বিভাগ থেকে অধ্যয়ন সম্পন্ন করার পর ইংল্যান্ডে স্টুডিও-সিরামিক এবং ইন্ডাস্ট্রিয়াল সিরামিকের ওপর শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীসময়ে চারুকলা ইনস্টিটিউটে শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে মৃৎশিল্প বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৬২ সালে এশিয়া ফাউন্ডেশন কর্তৃক অনুদানপ্রাপ্ত হয়ে এই বিভাগটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। তাদের সহযোগিতায় কোইচি তাকিতা (জন্ম ১৯২৭ Karasuyama-Machi, Tochigi Prefecture, Japan) নামে একজন জাপানি মৃৎশিল্পী আসেন এই বিভাগটি গঠনে সাহায্য করতে। তিনি প্রায় ৪ (চার) বৎসর এই বিভাগে শিক্ষকতা করেন। বিভাগের প্রতিষ্ঠাতা, সাহায্যকারী শিক্ষক এবং সর্বোপরি শিল্পাচার্য জয়নুল আবেদিনের সার্বক্ষণিক অনুপ্রেরণায় বাংলাদেশের শিল্পকলায় সংযোজিত হয় একটি অবিচ্ছেদ্য মাধ্যম মৃৎশিল্প।

Department of Ceramic (1962)

The Department of Ceramic was established in 1961. Artist Mir Mustafa Ali was the founder and the only teacher of this Department. In 1962 the Department received a donation from the Asian Foundation, and the Japanese Ceramist “Koichi Takita” joined the Department. Later on, the students of the first batch, Artist Maran Chand Pal, Artist Gopesh Malakar, Artist Shamsul Islam Nizamee, Artist Abu Syed Talukdar joined as teachers.