Academic Calendar of Department of Geology

ভূতত্ত্ব বিভাগ (১৯৪৯)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলোর মধ্যে ভূতত্ত্ব বিভাগ অন্যতম প্রাচীন বিভাগ। ১৯৪৯ সালের ২৩ এপ্রিল এই বিভাগটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর সনাতন পাস কোর্স পদ্ধতিতে বি. এসসি. ডিগ্রি প্রদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীকালে পর্যায়ক্রমে  ১৯৫৭ সনে এম. এসসি., ১৯৬৭ সনে তিন-বছর মেয়াদি বি. এসসি. সম্মান, ১৯৯৮ সনে চার-বছরের বি. এসসি. সমন্বিত সম্মান কোর্স প্রবর্তিত হয় এবং ২০০৫-২০০৬ সেশনে চার-বছরের বি. এস. সম্মান কোর্স প্রবর্তিত হয়। চার বছরের বিএস শেষে ছাত্র-ছাত্রীরা একবছর মেয়াদি এমএস কোর্সে অধ্যয়ন করে। বর্তমানে ছয়টি ভিন্ন ভিন্ন বিশেষায়িত শাখায় এমএস ডিগ্রি প্রদান করা হয়। ঐতিহ্যবাহী কার্জন হল ক্যাম্পাসের পশ্চিমে ঐতিহাসিক মুসা খা মসজিদ সংলগ্ন পৃথক একটি ত্রি-তল ভবনে ভূতত্ত্ব বিভাগ অবস্থিত।

ভূতত্ত্ব বিভাগে পোস্ট গ্রাজুয়েট শিক্ষা কার্যক্রমে এম. ফিল. এবং পিএইচ. ডি. ডিগ্রি চালু আছে। এছাড়া ভূগোল ও পরিবেশ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্যে ভূতত্ত্ব সহায়ক কোর্স কার্যক্রম অন্তর্ভুক্ত আছে।

চার-বছর মেয়াদি সমন্বিত বি. এস. সম্মান শ্রেণিতে তত্ত্বীয়, ব্যবহারিক, মাঠ পর্যায়ে জরিপ (ভূতাত্ত্বিক ফিল্ড ওয়ার্ক) ও মৌখিক পরীক্ষার কোর্সসমূহ অন্তর্ভুক্ত। এম. এস. ডিগ্রি অর্জনের জন্যে কোর্সের অধ্যয়নকাল এক বছর। এ কোর্সে নিয়মিত সিলেবাস কার্যক্রম ছাড়াও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যে গবেষণাধর্মী থিসিস গ্রুপ বিদ্যমান। এম. ফিল. কোর্স কার্যক্রমের মেয়াদ দুবছর; প্রথম বছরে তত্ত্বীয় এবং পরবর্তী বছরে গবেষণাপত্র তথা থিসিস সম্পন্ন করতে হয়। ভূতত্ত্ব বিষয়ে পিএইচ. ডি. ডিগ্রি সম্পূর্ণরূপে গবেষণামূলক থিসিস রচনার মাধ্যমে অর্জন করতে হয়।

ভূতত্ত্বে বিভিন্ন বিশেষায়িত শাখায় তাদের মেধা, ব্যুৎপত্তি, দক্ষতা ও সক্রিয় গবেষণা কার্যক্রম বিভাগকে সমৃদ্ধ করছে। বিভাগে Hydrogeology, Petroleum Geology, Sedimentology, Petrography, Optical Mineralogy, Palaeontology, Geophysics, Structure and Tectonics, Georesource Exploration, Quaternary Geology, Seismology (Earthquake Geology), Environmental Geology, Remote Sensing, Geographic Information System (GIS), Mineralogy, Geochemistry, Engineering Geology, Mining Geology  ইত্যাদি বিষয়ে গবেষণা করার সুযোগ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা বিদ্যমান।

জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়সমূহের সাথে যৌথভাবে এ বিভাগে গবেষণা কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে উত্তর আমেরিকার Columbia University (New York) ও Vanderbilt University (Tennessee); যুক্তরাজ্যের University College London ও Imperial College London; নেদারল্যান্ডসের Technical University Dellt ও Utrech University; ভারতের Indian Institute of Technology, Kharagpur এর সাথে বিভিন্ন যৌথ গবেষণা চলমান আছে।

বিভাগীয় শহিদ মুকতাদির জাদুঘরে জীবাশ্ম, খনিজ, প্রাকৃতিক স্ফটিক ও শিলার উন্নতমানের নমুনা অধ্যয়ন, গবেষণা এবং পাঠদানের সুবিধার জন্যে সংরক্ষিত আছে। প্রতি বছরই নতুন নমুনা সংগ্রহের মাধ্যমে জাদুঘরটি ক্রমেই সমৃদ্ধ হচ্ছে।

বিভাগে পঠিত কোর্সসমূহের মধ্যে Sedimentology, Economic Geology, Quaternary Geology, Hydrogeology, Hydrology, Petroleum Geology, Engineering Geology, Environmental Geology, Environmental Engineering, Petroleum Geophysics, Engineering Geophysics, Environmental Geophysics, Natural and Manmade Hazards, Groundwater Resource Management, Remote Sensing and GIS, Geological Field Mapping জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশ এবং প্রতিবেশী দেশসমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক অঞ্চলসহ পেট্রোলিয়াম এবং কয়লা ও শিলা খনিগুলোতে বিভাগীয় শিক্ষকদের নেতৃত্বে ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে কোর্সগুলোর পাঠদান এবং প্রশিক্ষণ হাতে-কলমে সম্পন্ন করা হয়।

বিভাগে নিয়মিতভাবে দেশ-বিদেশের খ্যাতিমান ভূতত্ত্ববিদগণের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভূতাত্ত্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়ে থাকে। পড়াশোনার বাইরেও বিভিন্ন কার্যক্রমে বিভাগীয় ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয় অঙ্গনে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে আসছে।


ভূতত্ত্ব বিভাগ

একাডেমিক প্রোগ্রাম (১ জানুয়ারি ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২০)

শ্রেণি/কোর্স/

পরীক্ষার নাম

শিক্ষাবর্ষ

ক্লাস শুরু হওয়ার তারিখ

মিডটার্ম

পরীক্ষার তারিখ

২য় মিডটার্ম পরীক্ষার

তারিখ (প্রযোজ্য হলে)

ক্লাস শেষ

হওয়ার তারিখ

ফিল্ড ওয়ার্কের

তারিখ (প্রযোজ্য হলে)

ফাইনাল পরীক্ষা আরম্ভের তারিখ

পরীক্ষা শেষ

হওয়ার সম্ভাব্য

তারিখ

১ম বর্ষ

বি.এস সম্মান

২০১৯-২০২০

০৮-০১-২০২০

২৬-০৪-২০২০

-

০৭-০৫-২০২০

১৫-০৯-২০২০

-

৩০-০৯-২০২০

৩০-০৯-২০২০

১৬-৩১

ডিসেম্বর ২০২০

০১-১১-২০২০

১৫-১২-২০২০

১ম বর্ষ

বি.স সম্মান সহায়ক

২০১৯-২০২০

০৮-০১-২০২০

     

প্রযোজ্য নয়

   

২য় বর্ষ

বি.এস সম্মান

২০১৯-২০২০

১৯-০১-২০২০

২৬-০৪-২০২০

-

০৭-০৫-২০২০

১৫-০৯-২০২০

-

৩০-০৯-২০২০

৩০-০৯-২০২০

১৬-৩১ ডিসেম্বর ২০২০

০১-১১-২০২০

১৫-১২-২০২০

২য় বর্ষ

বি.এস সম্মান সহায়ক

২০১৯-২০২০

১৯-০১-২০২০

     

প্রযোজ্য নয়

   

৩য় বর্ষ

বি.এস সম্মান

২০১৯-২০২০

২৬-০১-২০২০

২৬-০৪-২০২০

-

০৭-০৫-২০২০

 

৩০-০৯-২০২০

১৬-৩১ ডিসেম্বর ২০২০

০১-১১-২০২০

১৫-১২-২০২০

৪র্থ বর্ষ

বি.এস সম্মান

২০১৯-২০২০

১২-০১-২০২০

২৬-০৪-২০২০

-

০৭-০৫-২০২০

১৫-০৯-২০২০

-

৩০-০৯-২০২০

৩০-০৯-২০২০

১৬-৩১ ডিসেম্বর ২০২০

০১-১১-২০২০

১৫-১২-২০২০

এম.এস

২০১৯-২০২০

০১-০৩-২০২০

২১-০৬-২০২০

-

০২-০৭-২০২০

১৫-০৯-২০২০

-

৩০-০৯-২০২০

৩০-০৯-২০২০

প্রযোজ্য নয়

০১-১১-২০২০

১৫-১২-২০২০