ওষুধ প্রযুক্তি বিভাগ (২০০৩)
বিশ্বায়নের আলোকে অভিজ্ঞ ফার্মাসিস্ট গড়ে তোলার নিমিত্তে ফার্মেসী অনুষদ স্নাতক পর্যায়ে পাঁচ বছরের সমন্বিত কোর্স বহাল রেখে স্নাতকোত্তর পর্যায়ে ওষুধ প্রযুক্তি বিষয়ে শিক্ষা প্রদানের জন্য আলাদা বিভাগ খোলার অনুমতি পায় ২০০৩ সালের এপ্রিল মাসে। এই বিভাগ থেকে ছাত্র-ছাত্রীরা স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বাংলাদেশের এবং বহির্বিশ্বের নামি দামী ওষুধ প্রস্তুতকারী কোম্পানীর উৎপাদন, পরিচালন, বিপণন এবং মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ (১৯৮২) এবং বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী ফার্মাসিস্টদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রস্তুতকৃত ওষুধ অত্যন্ত উন্নতমানের বিধায় বর্তমানে বাংলাদেশ তার নিজের প্রয়োজন মিটিয়ে বিশ্বের প্রায় ৮৭টি দেশে তা রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করছে। ফার্মাসিস্টদের দক্ষতার কারণে বিভিন্ন ওষুধের কাঁচামাল এখন দেশে তৈরি হচ্ছে। এপিআই (একটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট) প্রযুক্তি বাস্তবায়নের সিংহভাগ দায়িত্ব এখন ফার্মাসিস্টদের। সুতরাং ওষুধ শিল্পের উজ্জ্বল ভবিষ্যত বাস্তবায়নের জন্য দক্ষ কারিগর তৈরির নিমিত্তে পর্যাপ্ত সংখ্যক আধুনিক জ্ঞান সম্পন্ন ফার্মাসিস্ট তৈরি করা আবশ্যক। বিভাগে বর্তমানে এম. ফার্ম. এবং এম. ফিল ও পিএইচডি পোগ্রামের ছাত্র-ছাত্রীরা ফোর্সড ডিগ্রেডেশন স্টাডিজ, ডোসেজ ফরম ডিজাইন, ড্রাগ ডেলিভারি সিস্টেম, ফার্মাকোকাইনিটিক্স, ন্যাচারাল প্রোডাক্টস ড্রাগ ডেলিভারি রিসার্চ, সিনথেসিস এবং বায়োফার্মাসিউটিক্স বিষয়ে গবেষণায় নিয়োজিত আছেন।
Department of Pharmaceutical Technology
In April, 2003, the Faculty of Pharmacy got the permission from the Dhaka University Authority to open the Department of Pharmaceutical Technology as a separate Department. The Master of Pharmacy (M. Pharm.) in Pharmaceutical Technology is a postgraduate programme offered by the Department of Pharmaceutical Technology, Faculty of Pharmacy, University of Dhaka, leading to specialization in the field of Pharmaceutical Technology. The programme has been designed in view of the growing demand of highly trained manpower in the pharmaceutical sector, both home and abroad. The course is directed towards providing advanced academic knowledge and practical training to the graduate pharmacists in order to produce competent pharmacy professionals having necessary skill and proficiency in relevant areas of pharmaceutical sciences. At present, students from M. Pharm, M. Phil and Ph. D have been conducting research work on forced degradation studies, dosage form design, drug delivery systems, pharmacokinetics, natural products drug delivery research, synthesis and bio pharmaceutics.
ওষুধ প্রযুক্তি বিভাগ
একাডেমিক প্রোগ্রাম (১ জানুয়ারি ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২০)
শ্রেণি/কোর্স/পরীক্ষার নাম |
শিক্ষাবর্ষ |
ক্লাস শুরু হওয়ার তারিখ |
মিডটার্ম পরীক্ষার তারিখ |
২য় মিডটার্ম পরীক্ষার তারিখ (প্রযোজ্য হলে) |
ক্লাস শেষ হওয়ার তারিখ |
ফাইনাল পরীক্ষা আরম্ভের তারিখ |
পরীক্ষা শেষ হওয়ার সম্ভাব্য তারিখ |
---|---|---|---|---|---|---|---|
এম. ফার্ম. (ফার্ম. টেক.) |
২০১৮-১৯ |
০১-০৮-২০১৯ |
১১-১১-২০১৯ |
১৯-০১-২০২০ |
১৩-০২-২০২০ |
১৫-০৩-২০২০ |
২৩-০৪-২০২০ |
এম. ফিল. (ফার্ম. টেক.) |
২০১৭-১৮ |
||||||
পিএইচ.ডি. (ফার্ম. টেক.) |
২০১৭-১৮ |