এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ (২০১১)
বাংলাদেশ সরকার শিক্ষা এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। সাম্প্রতিক সময়ে সামাজিক অস্থিরতা, সহিংসতা, বিষন্নতা, মাদকাসক্ততা ও আত্মহত্যার মত মনোসামাজিক সমস্যা ও সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষাভীতি, ঝরে পড়া, অকৃতকার্যতা ও আচরণগত সমস্যা শিক্ষা ক্ষেত্রে গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে। মনোসামাজিক সমস্যাগুলো দূরীকরণে এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজিস্টরা সম্মিলিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, হাসপাতালে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ফলপ্রসূ শিক্ষণ প্রক্রিয়া ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। মনোবৈজ্ঞানিক নীতিমালা ও গবেষণাপ্রসূত তথ্যের ভিত্তিতে এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজিস্টরা শিশু এবং ব্যক্তির সামগ্রিক বিকাশ ও উন্নয়নে সহায়তা করে।
সমাজের সকল স্তরে মনোবৈজ্ঞানিক সেবার লক্ষ্যে ২০০৬ সন থেকে মনোবিজ্ঞান বিভাগের একটি স্ট্রীম হিসেবে এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি অগ্রযাত্রা শুরু করে। ইস্ট ইউনিভার্সিটি, ইউকে ও টাওয়ার হ্যামলেটের সহায়তা, প্রত্যক্ষ প্রশিক্ষণ ও তত্ত্বাবধায়নে এই পেশাগত মাস্টার্স প্রোগ্রাম শুরু হয়। ২০১১ সনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন “এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি” নামে নতুন বিভাগ প্রতিষ্ঠা করে। অধ্যাপক ড. শাহীন ইসলাম বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন হিসেবে দায়িত্বরত ছিলেন। এই বিভাগ থেকে এডুকেশনাল সাইকোলজি ও কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে ১ বছরের মাস্টার্স ও ২ বছরের এম. ফিল ডিগ্রি প্রদান করা হয়। দক্ষ ও অভিজ্ঞ মনোবিজ্ঞানীরা হাতে-কলমে প্রায়োগিক প্রশিক্ষণ প্রদান করেন।
Department of Educational and Counselling Psychology
Department of Educational and Counselling Psychology emerged as an independent Department in 2011. It offers professional postgraduate higher degrees (Masters, M. Phil and Ph. D) in Educational Psychology and Counselling Psychology. The Department is committed to building skilled manpower, delivering ethical and standard psychological services for ensuring mental health of the country.
এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ
একাডেমিক প্রোগ্রাম (১ জানুয়ারি ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২০)
শ্রেণি/কোর্স/পরীক্ষার নাম |
শিক্ষাবর্ষ |
ক্লাস শুরু হওয়ার তারিখ |
মিডটার্ম পরীক্ষার তারিখ |
২য় মিডটার্ম পরীক্ষার তারিখ (প্রযোজ্য হলে) |
ক্লাস শেষ হওয়ার তারিখ |
ফাইনাল পরীক্ষা আরম্ভের তারিখ |
পরীক্ষা শেষ হওয়ার সম্ভাব্য তারিখ |
---|---|---|---|---|---|---|---|
এম.এস (এডুকেশনাল সাইকোলজি) |
২০১৯-২০২০ |
১৫-০৭-২০২০ |
|||||
এম.এস (কাউন্সেলিং সাইকোলজি) |
২০১৯-২০২০ |
১৫-০৭-২০২০ |
|||||
এম.এস (এডুকেশনাল সাইকোলজি) |
২০২০-২০২১ |
১৫-০১-২০২০ |
এপ্রিল, ২০২০ |
আগষ্ট, ২০২০ |
২৯-১০-২০২০ |
১৫-১১-২০২০ |
৩১-১২-২০২০ |
এম.এস (কাউন্সেলিং সাইকোলজি) |
২০২০-২০২১ |
১৫-০১-২০২০ |
এপ্রিল, ২০২০ |
আগষ্ট, ২০২০ |
২৯-১০-২০২০ |
১৫-১১-২০২০ |
৩১-১২-২০২০ |
এম.ফিল |
২০১৯-২০২০ |
০২-০২-২০২০ |
২০-০৫-২০২০ |
১০-০৬-২০২০ |
০৯-০৭-২০২০ |