Academic Calendar of Department of Clinical Psychology

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ (১৯৯৭)

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ একটি স্বতন্ত্র বিভাগ হিসাবে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই বিভাগ মনোবিজ্ঞানে স্নাতকদের মানসম্মত মানসিক স্বাস্থ্য সেবাদানকারী পেশাজীবী হিসাবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দিয়ে আসছে। এ প্রশিক্ষণটি তিন বছর মেয়াদী যেখানে মূলত তত্ত্বীয়, ব্যবহারিক ও গবেষণা দক্ষতা এই তিনটি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। ২০১৫-১৬ সেশন থেকে পিএইচ. ডি. কোর্স চালু হয়েছে। প্রথম বছরে প্রাপ্তবয়স্ক থেকে বয়োবৃদ্ধ পর্যায়ের ব্যক্তিদের, পরবর্তী দুই বছরে শিশুদের সব রকমের মানসিক স্বাস্থ্যসমস্যা সমাধানের মনোবৈজ্ঞানিক তত্ত্বীয় ও ব্যবহারিক দক্ষতা শেখানো হয়। প্রশিক্ষণার্থীদেরকে সরকার স্বীকৃত চিকিৎসা প্রতিষ্ঠানে প্রতি বছর কমপক্ষে ছয় মাসব্যাপী ইন্টার্ন করতে হয়। প্রশিক্ষিত চিকিৎসা মনোবিজ্ঞানীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষার্থীগণ নিজেদেরকে দক্ষ চিকিৎসা মনোবিজ্ঞানী তৈরি করছে যারা দেশের স্বাস্থ্য সেবার বিকল্প কর্ণধার। এছাড়াও এ বিভাগ দেশে মানসিক স্বাস্থ্য সেবার কাঠামো ও গুণগত উন্নয়নের জন্য এবং এই সেবার প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরই বিভিন্ন কর্মসূচি, যেমন: বর্ণাঢ্য র‌্যালী, মানব বন্ধন, সেমিনার, প্রশিক্ষণ ও ওয়ার্কসপসহ নানাবিধ গণসচেতনতামূলক কর্মকাণ্ডের আয়োজন করে আসছে।

বাংলাদেশে মানসিক ও শারীরিক স্বাস্থ্য সেবায় চিকিৎসা মনোবিজ্ঞানীদের অবদান ও ধারাবাহিকতায় নাসিরুল্লাহ সাইকোথেরাপী ইউনিট (এন পি ইউ) নামে একটি মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে, যা সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মানের সেবা প্রদানে বদ্ধ পরিকর।

Department of Clinical Psychology

The Department of Clinical Psychology is the only one of its kind in Bangladesh offering postgraduate studies and training in clinical psychology at international standards and producing professional Clinical Psychologists for the country. This post graduate professional training programme was initiated as a new stream at the Department of Psychology in 1996 under a link project between the University of London and the University of Dhaka. The Department of Clinical Psychology was established later as a new discipline under the Faculty of Biological sciences in 1997. Professor Anisur Rahman was the founder chairman of the Department.

The Department offers a three and a half years integrated course as the qualifying degree in Clinical Psychology. Based on the scientist practitioner model, the courses incorporate a blend of intensive academic, clinical and research activities. Students engage themselves in rigorous clinical work and receive in-depth clinical supervision on their work with patients. The Department is also offering Ph. D in Clinical Psychology as a post-qualification research degree. Opportunity to find jobs by qualified graduate clinical psychologists is now very promising. Our students can pursue their specialist training and can acquire job experience in a foreign country.


ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ

একাডেমিক প্রোগ্রাম (১ জানুয়ারি ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২০)

শ্রেণি/কোর্স/

পরীক্ষার নাম

শিক্ষাবর্ষ

ক্লাস শুরু

হওয়ার তারিখ

মিডটার্ম পরীক্ষার তারিখ

২য় মিডটার্ম

পরীক্ষার তারিখ

(প্রযোজ্য হলে)

ক্লাস শেষ

হওয়ার তারিখ

ফিল্ড ওয়ার্কের তারিখ (প্রযোজ্য হলে)

ফাইনাল পরীক্ষা আরম্ভের তারিখ

পরীক্ষা শেষ হওয়ার সম্ভাব্য তারিখ

এম এস

২০২০-২০২১

০১-০১-২০২০

২৭-০২-২০২০

২৩-০৭-২০২০

৩০-০৯-২০২০

০৪-০৪-২০২০

০৭-০১-২০২১

১৫-০২-২০২১

এম ফিল

২০১৯-২০২০

০৫-০১-২০২০

   

১৫-১০-২০২০

১০-০২-২০২০

২৪-১২-২০২০

৩০-০১-২০২০