মনোবিজ্ঞান বিভাগ (১৯৬৫)
১৯৬৫ সালে অধ্যাপক ড. মীর ফখরুজ্জামান এর নেতৃত্বে মনোবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। ১৯৬৭-৬৮ সেশন থেকে ৩ বছর মেয়াদের স্নাতক (সম্মান) কোর্স চালু হয় এবং তা ১৯৯৪-৯৫ সেশন পর্যন্ত চালু থাকে। ১৯৯৫-৯৬ সেশন থেকে ৪ বছর মেয়াদের স্নাতক (সম্মান) কোর্স চালু আছে।
এছাড়া বিভাগে ১ বছর মেয়াদের MS in School Psychology and MS in Industrial Organization Psychology, ২ বছর মেয়াদের এম ফিল ও ৪ বছর মেয়াদের পি. এইচ ডি. প্রোগ্রাম চালু রয়েছে।
বিভাগে ১ টি অত্যাধুনিক মাল্টিপারপাস রুম, ১ টি কম্পিউটার ল্যাব, ১ টি ক্লাসরুম এবং লেকচার থিয়েটারে ১ টি রিচার্স রুম রয়েছে। প্রতিটি কক্ষই শীতাতপ নিয়ন্ত্রিত। Internet ও LAN Connected Computer রয়েছে ৪৫ টি এবং Wi-Fi চালু আছে। তাছাড়া, বিভাগের শীতাতপ নিয়ন্ত্রিত সেমিনার লাইব্রেরিতে প্রায় ৩০০০ বই সহ অসংখ্য National ও International Journal রয়েছে। বিভাগ থেকে প্রতিবছর নিয়মিতভাবে The Dhaka University Journal of Psychology নামে একটি জার্নাল প্রকাশিত হয়। মনোবিজ্ঞান বিভাগ থেকে ড. এম ইউ আহমেদ ট্রাস্ট ফান্ডের স্বর্ণপদক ও নগদ পুরস্কার, ড. মীর ফখরুজ্জামান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি এবং ড. হামিদা আখতার বেগম স্বর্ণপদক প্রদান করা হয়ে থাকে।
মনোবিজ্ঞান বিভাগ
একাডেমিক প্রোগ্রাম (১ জানুয়ারি ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২০)
শ্রেণি/ কোর্স/পরীক্ষার নাম |
শিক্ষাবর্ষ |
ক্লাস শুরু হওয়ার তারিখ |
মিডটার্ম পরীক্ষার তারিখ |
২য় মিডটার্ম পরীক্ষার তারিখ (প্রযোজ্য হলে) |
ক্লাস শেষ হওয়ার তারিখ |
ফাইনাল পরীক্ষা আরম্ভের তারিখ |
১ম বর্ষ বি. এস সম্মান |
২০১৯-২০ |
১৯-০১-২০২০ |
৫-০৪-২০২০ |
১২-০৭-২০২০ |
৩০-০৯-২০২০ |
১-১১-২০২০ |
২য় বর্ষ বি. এস সম্মান |
২০১৯-২০ |
৫-০১-২০২০ |
১-০৪-২০২০ |
২-০৭-২০২০ |
২০-০৯-২০২০ |
২০-১০-২০২০ |
৩য় বর্ষ বি. এস সম্মান |
২০১৯-২০ |
১৯-০১-২০২০ |
৫-০৪-২০২০ |
১২-০৭-২০২০ |
৩০-০৯-২০২০ |
১-১১-২০২০ |
৪র্থ বর্ষ বি. এস সম্মান |
২০১৯-২০ |
১৬-০২-২০২০ |
২২-০৬-২০২০ |
১-০৯-২০২০ |
১৫-১০-২০২০ |
১৫-১১-২০২০ |
স্নাতকোত্তর |
২০১৯-২০ |
০১-০৭-২০২০ |
১-১০-২০২০ |
৫-১২-২০২০ |
২-০২-২০২০ |