Academic Calendar of Department of Department of Zoology

প্রাণিবিদ্যা বিভাগ (১৯৫৪)

প্রাণিবিদ্যা বিভাগ ১৯৫৪ সনে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ বিভাগে চার বছর মেয়াদি বি. এস (সম্মান) এবং এক বছরের এম. এস. কোর্স চালু আছে। এছাড়া বিভাগে এম. ফিল ও পিএইচ. ডি ডিগ্রি কোর্সও চালু আছে। পোস্ট ডক্টোরাল প্রোগ্রামেরও ব্যবস্থা করা হয়। স্নাতকোত্তর পর্যায়ে বিভাগে ৫টি পৃথক বিশেষায়িত শাখা বিদ্যমান। এগুলো হচ্ছে কীটতত্ত্ব, মৎস্য, বন্যপ্রাণীতত্ত্ব, পরজীবীবিদ্যা এবং জেনেটিক্স ও মলিকুলার বায়োলজি। এ বিভাগে বর্তমানে ২৯ জন শিক্ষক অনার্সসহ উল্লিখিত ৫টি শাখায় অধ্যাপনা ও গবেষণা করছেন। বিভাগে কয়েকটি বিষয়ভিত্তিক উন্নতমানের গবেষণাগার রয়েছে। এসব গবেষণাগারে মৎস্য, কীটপতঙ্গ, বায়োরিসোর্স ব্যবস্থাপনা, বন্যপ্রাণী, পরজীবী, জেনেটিক্স ও মলিকুলার বায়োলজি প্রভৃতি বিষয়ের উপর গবেষণার প্রভূত সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে যৌথভাবে গবেষণা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সরকারের বিজ্ঞান, প্রযু্ক্তি ও আইসিটি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত প্রাণিবিদ্যা বিভাগে প্রতিষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটি নেচার কনজারভেশন ক্লাব (DUNCC) বিভাগীয় শিক্ষার্থী ছাড়াও প্রকৃতি সংরক্ষণে অধিভূক্ত ৭ কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পরিবেশ, বন, মৎস্য অধিদপ্তর সহযোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিযায়ী পাখি দিবস, বিশ্ব ব্যাঙ্গ দিবস, বিশ্ব পরিযায়ী মাছ দিবস, বিশ্ব বাঘ দিবস ইত্যাদি পালন করা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ বা কর্মসূচী বিগত কয়েক বছর ধরে সাফল্যজনকভাবে আয়োজন করে আসছে।

এ বিভাগে “বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি”, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশন” এবং “প্রাণিবিদ্যা বিভাগ নেচার ক্লাব” এর কার্যালয় অবস্থিত । প্রাণিবিজ্ঞান সমিতি “বাংলাদেশ জার্নাল অব জুওলজি” নামে একটি বৈজ্ঞানিক জার্নাল নিয়মিতভাবে ইংরেজি ভাষায় প্রকাশ করে। প্রাণিবিদ্যা বিভাগে একটি সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি, “প্রফেসর ইউসুফ জাই সেমিনার লাইব্রেরি,” আছে। বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ইন্টারনেট সংযোগসহ আলাদা কম্পিউটার ল্যাবরেটরি রয়েছে। এ বিভাগের প্রধান আকর্ষণ হলো এর প্রাণী জাদুঘরটি এতে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণীর নমুনা সংরক্ষিত আছে।

Department of Zoology

The Department of Zoology was established in 1954. This Department offers B.S. (Honours), M.S., M. Phil and Ph. D degree programmes; Post-Doctoral programme is also offered. The post graduate students study in different specialized branches like Fisheries, Entomology, Wildlife Biology, Parasitology, and Genetics & Molecular Biology, as major courses in the M.S. programme. The Department accommodates some specialized laboratories in the respective branches. The Department has research collaborations with various national and international organizations in the fields of advanced zoology and nature conservation. At present, 29 regular teachers are conducting lectures and research in different fields.

The Department houses the offices of “the Zoological Society of Bangladesh”, “Dhaka University Zoology Alumni Association” and “The Department of Zoology Nature’s club”. The Society regularly publishes a scientific journal named “Bangladesh Journal of Zoology”. The seminar library named “Prof. Yousufzai Seminar Library” has a large collection of books, scientific journals and theses. There is a separate computer laboratory with modern ICT and internet facilities for the students. The Department has an “Animal Specimen Museum” containing various preserved animals. The Department has its own zoological garden in the premises of Curzon Hall Campus where different animals are reared for advanced research.


প্রাণিবিদ্যা বিভাগ

একাডেমিক প্রোগ্রাম (১ জানুয়ারি ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২০)

শ্রেণি/কোর্স/পরীক্ষার নাম

শিক্ষাবর্ষ

ক্লাস শুরু হওয়ার তারিখ

মিডটার্ম পরীক্ষার তারিখ

২য় মিডটার্ম পরীক্ষার তারিখ (প্রযোজ্য হলে)

ক্লাস শেষ হওয়ার তারিখ

ফাইনাল পরীক্ষা আরম্ভের তারিখ

পরীক্ষা শেষ হওয়ার সম্ভাব্য তারিখ

১ম বর্ষ

২০১৯-২০২০

০৮-০১-২০২০

   

২৫-০৬-২০২০

২য় সপ্তাহ জুলাই ২০২০

১ম সপ্তাহ আগস্ট ২০২০

২য় বর্ষ

২০১৯-২০২০

৩০-০১-২০২০

   

২৫-০৬-২০২০

২য় সপ্তাহ জুলাই ২০২০

১ম সপ্তাহ আগস্ট ২০২০

৩য় বর্ষ

২০১৯-২০২০

০২-০২-২০২০

   

২৫-০৬-২০২০

২য় সপ্তাহ জুলাই ২০২০

১ম সপ্তাহ আগস্ট ২০২০

৪র্থ বর্ষ

২০১৯-২০২০

৩০-০১-২০২০

   

২৫-০৬-২০২০

২য় সপ্তাহ জুলাই ২০২০

১ম সপ্তাহ আগস্ট ২০২০

স্নাতকত্তর

২০১৯-২০২০