Academic Calendar of Department of Development Studies

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ (২০০০)

২০০০ সালে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিভাগে চার বছর মেয়াদি বি. এস. এস. (সম্মান) প্রোগ্রামে প্রতি বছর ৩৫জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি এম. এস. এস. প্রোগ্রাম চালু করা হয়েছে। এই প্রোগ্রামের আওতায় ছাত্রছাত্রীদের ন্যূনতম তিন মাস উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের ব্যবস্থা রাখা হয়েছে। এর সাথে বিভাগের নিয়মিত দুই বছর মেয়াদি এম. ডি. এস. প্রোগ্রাম (সান্ধ্যকালীন) চলছে। ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে এম. ডি. এস. প্রোগ্রামে ৪৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে। বিভাগ ২০১০-২০১১ শিক্ষাবর্ষ থেকে ৯ মাস মেয়াদি গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স শুরু করেছে এবং এই প্রোগ্রামে ৩০টি আসন রয়েছে। এর পাশাপাশি ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া ৫ সপ্তাহ মেয়াদি “Understanding Development” শীর্ষক Executive Certificate Course-এর ১০টি ব্যাচে মোট ৪০০ জন পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভাগের সকল প্রোগ্রামে বিভাগীয় শিক্ষকদের পাশাপাশি বিভাগের বাইরের উন্নয়ন বিশেষজ্ঞগণ পাঠদান করে থাকেন। বিভাগে এম. ফিল. ও পিএইচ. ডি. প্রোগ্রাম নিয়মিতভাবে চলছে।